নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ॥  যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের সুচনায় রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে স্বাধীনতা স্মৃতি অ¤¬ানে পু®পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী  লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, প্রেসক্লাব, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান
কামাল আহমেদ, সরকারী বেসরকারী সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এছাড়াও সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় নীলফামারী স্টেডিয়ামে জেলা প্রশাসক জাকীর হোসেন ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন  এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান হয়েছে একই স্থানে। কুচকাওয়াজে শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা  ডিসপে¬ প্রর্দশন করে। ছাত্র-ছাত্রীদের জন্য প্রামান্য চলচিত্র প্রদর্শন, জেলখানা, হাসপাতাল, এতিমখানা সহ ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন ছাড়াও জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, প্যাগোডা, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় দিনের অন্যান্য কর্মসুচীতে। বিকালে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে সুখী,সমৃদ্ধ, বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দিবসটি পালনের খবর পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 7196105013701981986

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item