পাইকগাছায় শিবসা নদী থেকে আড়াই মন ওজনের মুরলী মাছ ধরা পড়েছে -

আব্দুল কাইয়ুম-খুলনা প্রতিনিধি।খুলনার পাইকগাছায় আড়াই মন ওজনের এক বিশাল মুরলী (বাঁশপাত) মাছ ধরা পড়েছে সোমবার সকালে ঐতিহ্যবাহী শিবসা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে বিশাল আকারের মাছটি আটকে যায় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায় বিক্রয় স্থলে জানাগেছে, ঘটনার দিন সকালে জোয়ারের সময় এলাকার কয়েকজন জেলে শিবসা নদীতে মাছ ধরার জন্য বেহন্দী জাল পাতে পরবর্তীতে ভাটার সময় নদীর পানি কমে গেলে আড়াই মন ওজনের বিশাল আকৃতির এক মূরলী (বাঁশপাতা) মাছ জালে আটকে গেলে জেলেদের কাছ থেকে আটকে পড়া মাছটি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আব্দুল গফুর ক্রয় করে পৌর বাজারে টুকরো করে ২শ টাকা কেজি দরে বিক্রয় করে এসময় মাছটি দেখতে উৎসুক জনতা বিক্রয় স্থলে উপচে পড়ে মাছটি আকৃতিতে
কিছুটা হাতির কানের মত মাছের পিছনে প্রায় ফুট লম্বা সরু আকৃতির একটি লেজ রয়েছে স্থানীয় ভাবে অনেকেই মূল্ল্যে নামে চিনলেও অনেক জায়গায় শাপলা পাতা নামে পরিচিতি রয়েছে ধরনের মাছ সচারাচর সমুদ্রে অবস্থান করে অনেক সময় স্রোতের গতিবেগ বুঝতে না পেরে, আবার অনেক ক্ষেত্রে লবনাক্ততা কমে যাওয়ার ফলে ছোট নদ নদীতে প্রবেশ করে মাছটি স্থানীয় বাজারে অনেক চাহিদা রয়েছে

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item