ডোমার উপজেলা আমবাড়ী হইতে ভাউলাগঞ্জ রাস্তাটির বেহাল দশা

আবু ছাইদ চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার আমবাড়ী, চিলাহাটি, পাশ্ববর্তী পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা ভাউলাগঞ্জ  ঐতিহ্যবাহী হাট ও বাজার। এই তিনটি হাট ও বাজারের দুরত্ব ২০ কিলো মিটার। গোমনাতী বাজার থেকে আমবাড়ী হাট হয়ে পার্শ্ববর্তী কেতকীবাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজার হয়ে প্রায় ২০ কিলো রাস্তা অতিক্রম করে প্রতিদিন হাজার হাজার মানুষকে যেতে হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাট ও বাজার । অথচ দীর্ঘ ১০ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও অদ্যবধি এই রাস্তাটির কোন প্রকার উন্নয়নমুলক কাজ হয়নি।

জানা গেছে, নীলফামারী জেলার ডোমার উপজেলার মধ্যে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সহ সাধারণ মানুষ চলাচল করে থাকে এবং রাস্তাটির বেহাল দশার কারনে প্রতিনিয়তই এই রাস্তাটিতে দুই একটি দূর্ঘটনার কবলে পরে মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। অথচ সাড়া বাংলাদেশের মানচিত্রে যখন উন্নয়নের জোয়ার বয় ঠিক সেই সময়ও এই রাস্তাটির করুন এবং বেহাল চিত্র থেকেই যায়। গোটা রাস্তাজুড়ে  খাল, কোথাও দুদিকে রাস্তা ভেঙ্গে এমনি হয়ে রয়েছে কোন রকম একটি সাইকেল যেতে পারে। প্রতিনিয়তই  উল্টে যাচ্ছে ভ্যান গুরুতর আহত হচ্ছে স্কুলগামি ছাত্র-ছাত্রী, ভেঙ্গে যচ্ছে ভ্যানের যন্ত্রপাতি, তি হচ্ছে গরীব ভ্যান চালকের। দেখে মনে হয় কতৃপক্ষের দৃষ্টিগোচরই হয়নি এই রাস্তাটির ব্যাপারে। অপর দিকে একটু পানি হলেই রাস্তার অধিকাংশ স্থানেই নর্দমায় পরিনত হয়। বিশেষ করে ডোমার উপজেলার বেশ কয়েকটি বড় বড় হাট বাজার এবং পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাটটিতে ব্যাপক ভাবে ব্যবসায়িদের সমাগম ঘটে। এতে করে এই এলাকার হাট বাজার গুলোতে প্রতিনিয়ত ধান পাট সহ বিভিন্ন কাচা মালের ট্রাকগুলো মালামাল নিয়ে দক্ষিন অঞ্চলে পাড়ি জমায় । এমনকি এই রাস্তা দিয়ে পঞ্চগড় থেকে রংপুর যাতায়াতের সুবিধাও রয়েছে। এলাকার সুধি মহল, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাধারণ মানুষের দাবি বর্তমান সরকারের মাননীয় সংসদ সদস্য এই বেহাল রাস্তাটির সংস্কারের  উদ্যোগ গ্রহন করবে। 

পুরোনো সংবাদ

রংপুর 505968479707222851

অনুসরণ করুন

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item