নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নে আঃলীগের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে উপকরণ বিতরণ
https://www.obolokon24.com/2020/06/blog-post_31.html
নীলফামারী প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগের নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে দুই হাজার হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে শাড়ী,লুঙ্গী, মাস্ক ও গাছের চারা বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার(২৩ জুন/২০২০) দুপুরে ইউনিয়নের স্থানীয় দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পন শেষে পাঁচশ পিচ শাড়ী, পাঁচশ পিচ লুঙ্গী, এক হাজার মাস্ক ও পাঁচশ পিচ গাছ বিতরন করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান শাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারন স¤পাদক মাসুদ সরকার ও স্থানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ যে, করোনা সংকট মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” ও বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশক্রমে চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত ব্যক্তিগত অর্থায়নে পাঁচশ পিচ শাড়ী, পাঁচশ পিচ লুঙ্গী, এক হাজার মাস্ক ও পাঁচশ পিচ গাছ বিতরন করা হয়। #