ডোমারের গোমনাতীতে হাসকিং মিল থেকে ৮৮ মণ ধান চুরি
https://www.obolokon24.com/2018/01/domar_49.html
জাহিদুল ইসলাম প্রধান রফিক॥
নীলফামারীর ডোমার উপজেলায় চৌধুরী হাসকিং মিল থেকে ৮৮ মণ ধান চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি এলাকার সাইফুল ইসলাম চৌধুরী রুম্মানের মালিকানাধীন ওই হাসকিং মিলের তালা ভেঙ্গে চোরেরা ধান চুরি করে।
মিলের মালিক সাইফুল ইসলাম চৌধুরী রুম্মান জানান, আমার মিলে ধান হতে চাল করার জন্য এলাকার ১৫ জন মানুষের রাখা ৮৮ মন ধান ছিল। মিলের ভিতরে রাতে কেউ পাহাড়া না খাকার সুবাদে সম্ভববত ভোর রাতে চোরেরা দুইটি তালা ভেঙ্গে মিলের গোডাউন হতে ওই ধান চুরি করে নিয়ে যায়। সকালে মিলে গিয়ে দেখি তালা ভাঙ্গা ও মিলের গোডাউনে রাখা ধান নেই।
সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ডোমার থানায় একটি অভিযোগ দাায়ের করা হয়েছে।
নীলফামারীর ডোমার উপজেলায় চৌধুরী হাসকিং মিল থেকে ৮৮ মণ ধান চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি এলাকার সাইফুল ইসলাম চৌধুরী রুম্মানের মালিকানাধীন ওই হাসকিং মিলের তালা ভেঙ্গে চোরেরা ধান চুরি করে।
মিলের মালিক সাইফুল ইসলাম চৌধুরী রুম্মান জানান, আমার মিলে ধান হতে চাল করার জন্য এলাকার ১৫ জন মানুষের রাখা ৮৮ মন ধান ছিল। মিলের ভিতরে রাতে কেউ পাহাড়া না খাকার সুবাদে সম্ভববত ভোর রাতে চোরেরা দুইটি তালা ভেঙ্গে মিলের গোডাউন হতে ওই ধান চুরি করে নিয়ে যায়। সকালে মিলে গিয়ে দেখি তালা ভাঙ্গা ও মিলের গোডাউনে রাখা ধান নেই।
সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ডোমার থানায় একটি অভিযোগ দাায়ের করা হয়েছে।