পাগলাপীরের হাট বাজারে আবারো রসুন পিয়াজের মূল্য বৃদ্ধি


পাগলাপীর প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লক ডাউনে রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজরে রসুন পিয়াজের মূল্য আবারো বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে দ্বিগুন মুল্য বৃদ্ধি পাওয়ায় পাগলাপীর অঞ্চলের ছিন্নমুল সহ নি¤œ আয়ের ক্রেতা সাধারন পড়েছন বিপাকে। জানাগেছে পাগলাপীরের কাচা বাজার নামাহাট, হরকলিহাট, সিবেরবাজার, পানবাজার, সরদের বাজার, খারুয়াবাধা, মমিনপুর, সেন্টারের হাট, শলেয়াশাহ, খলেয়া গঞ্জিপুর, খিলালগঞ্জ, চন্দনেটর হাট বেতগাড়ী, ধনতোলা, বিড়াবাড়ী সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা দু-দিন আগে যে পিয়াজের প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা এবং রসুন ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন এখন মূল্য বেড়ে যাওয়ায় দ্বিগুন মূল্যে বিক্রী করছেন ব্যাবসায়ীরা। প্রতি কেজি রসুন ৬০ টাকার স্থলে ১২০ টাক, পিয়াজ ৩০ টারা স্থলে ৬০ টাকা দরে। স্বরজমিনে গতকাল মঙ্গলবার হরকলির হাটে কাচা মাল ব্যবসায়ী গোলাম মোস্তফা নামাহাটের অনিল ও বাদশা সহ বিভিন্ন ব্যবসায়ীরা বলেন করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লক ডাউনের কারনে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মোকাম থেকে রসুন পিয়াজের আমদানীও বন্ধ হয়েছে। তাই রাতারাতি রসুন পিয়াজের মূল্য দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। তবে যানবাহন চলাচল করলে মূল্য কমবে বলে তারা আশা প্রকাশ করেন

পুরোনো সংবাদ

রংপুর 6093300464687350278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item