হরিজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক
https://www.obolokon24.com/2020/04/nilphamari_88.html
নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুরে হরিজন পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসন। বুধবার(১ এপ্রিল/২০২০) বিকেলে ৩৬টি হরিজন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল ও ৫ কেজি আলু। এছাড়াও প্রত্যেক পরিবারের জন্য সাবান ও মাস্ক প্রদান করা হয়।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসনাত খান, উপজেলা আঃলীগের সভাপতি আকতার হোসেন বাদল, সাধারন স¤পাদক মহসিনুল হক মহসিন, প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত হরিজনদেরকে করোনাভাইরাস সংক্রমন রোধে নানাবিধ করনীয় বিষয়ে অবগত করেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য হরিজনদের পরামর্শ দেন। #
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসনাত খান, উপজেলা আঃলীগের সভাপতি আকতার হোসেন বাদল, সাধারন স¤পাদক মহসিনুল হক মহসিন, প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত হরিজনদেরকে করোনাভাইরাস সংক্রমন রোধে নানাবিধ করনীয় বিষয়ে অবগত করেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য হরিজনদের পরামর্শ দেন। #