জলঢাকায় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের অভিযান
https://www.obolokon24.com/2020/03/jaldhaka_88.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা, সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে উপজেলা প্রশাসন, ও পুলিশের যৌথ অভিযানের পাশাপাশি সেনাবাহিনীরর টহল জোরদার করা হয়েছে। উপজেলা জুড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস ও অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত ফজলুর রহমান ও এসআই ওসমান গনী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এছাড়াও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে উপজেলা জুড়ে। এ অভিযানের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য,কাঁচা বাজার ও ফার্মেসি ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রেখে বাড়ীতে অবস্থান করছে ব্যবসায়ীগন। অপরদিকে যান চলাচল ও খাবার দোকান না থাকায় মানুষ শুন্য দেখা যায় উপজেলার বাজারগুলো। এসময় সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস বাহিরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে জনসাধারনকে আহবান জানান।