সৈয়দপুরে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও ডিজিটাল ক্লাব উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও ডিজিটাল ক্লাব উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ক্লাবের  শুভ উদ্বোধন করেন ।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হোসেন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও ডিজিটাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান প্রতিযোগিতার যুগে এর কোন বিকল্প নেই। সে জন্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতার সাথে পাঠদানের আহবান জানান তিনি।
উপজেলা প্রশাসনের পরিচালনায় ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় বিজ্ঞান ও ডিজিটাল ক্লাবটি সমৃদ্ধ করা হয়েছে।
  এর আগে  প্রধান অতিথি ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া ফিতা কেটে ক্লাবটির উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে বদলিজনিত কারণে ইউএনও এস, এম. গোলাম কিবরিয়াকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। দুইটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের বাংলা বিষয়ের প্রভাষক বিপ্লব কুমার রায়।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের  সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8220375214933975842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item