শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক



বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বুধবার রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। পরদিন বৃহস্পতিবার শাওয়াল মাস শুরু হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। আজ রাত ৮টা ৫৬ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা সহ সংশ্লিষ্ট সব বিভাগের কাছ থেকে চাঁদ দেখা যাওয়ার কেনো তথ্য পাওয়া যায় নি। আগামীকাল বুধবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। পরদিন বৃহস্পতিবার থেকে শাওয়াল মাস শুরু হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

 এর আগে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6962836191958601098

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item