পঞ্চগড় আটোয়ারীতে সরকারী গাছ হরিলুট

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়: 
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে আলোয়াখোয়া ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ইউপি সদস্যের বিরুদ্ধে। আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে রাস্তা মেরামতের অযুহাতে শতাধিক মেহগনি, ইউক্যালিপ্টাস্, আম ও কাঁঠাল গাছ কেটে আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ সোমবার হতে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীন ও আলোয়াখোয়া সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি খোকা রাম বর্মনের নেতৃত্বে সরকারি রাস্তার গাছ কাটা শুরু হলে এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে রাস্তার গাছগুলি জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। রামপুর গ্রামের পজিরুল জানায়, রাস্তার পাশের শতাধিক গাছ ছিল এবং একটি শতবর্ষী আমগাছসহ কেটে আত্মসাৎ করেছে। আলোয়াখোয়া ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি খোকা রাম বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করে গাছগুলি কেটেছি। এ বিষয়ে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীনের সাথে মোবাইল ফোন কথা বললে, তিনি জানান, ইউপি চেয়ারম্যানের অনুমতিতে আমরা গাছগুলি কেটেছি। ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, তিনি বলেন-ইউপি সদস্য নাসির উদ্দীনের গাছ কাটার সংবাদ শুনে আমি ইউএনও মহোদয়কে অবহিত করি এবং গাছগুলি জব্দ করি। এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, গাছগুলি জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8705819081030395221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item