রেলওয়ে ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের বিভাগীয় মতবিনিময় সভা

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
 রেলওয়ে বৃহৎ জংশন পার্বতীপুরসহ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্টেশন মাষ্টার ও কর্মচারী ইউনিয়নের নেতা খান মনিরুজ্জামানের সভাপতিত্বে নাটোর রেলওয়ে ষ্টেশন চত্ত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ষ্টেশন মাস্টার রেজাউল করিম হাইকোর্টের রায়ের আলোকে বেতন বৈষম্য নিরসন ও হলিডে, নাইট ডিউটি, স্বাস্থ্যঝুকি ভাতা অবিলম্বে চালু করার জন্য রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তার প্রতি আহ্বান জানান। পাশাপাশি সভায় দেশের প্রায় ৫২০টি রেলওয়ে ষ্টেশন বন্ধ থাকায় সেগুলোকে দ্রুত চালু করা সহ ষ্টেশন মাস্টারদের বরাদ্দ অনুযায়ী ষ্টেশন মাস্টার না থাকায় ক্ষোভ প্রকাশ করাসহ ষ্টেশনে টিকেট কালোবাজারী রোধ ও ষ্টেশন পরিস্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়ে একমত প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি আজিজুল রহমান টুকু, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাকশী বিভাগের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারী জিয়াউর আহসান, লালমনিরহাট বিভাগের সেক্রেটারী আব্দুল বারী, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তাদের দাবী বাস্তবায়নের জন্য গত ৩জানুয়ারী মাননীয় রেলপথ মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item