ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী দিবস পালন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে শেষ হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.  কেএম কামরুজামান সেলিম। এছাড়াও বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: আবু মো. খয়রুল কবির,  জেলা সমাজ সেবা উপ-পরিচালক আবু বক্কার সিদ্দিক, প্রফেশন রওশনআরা রেবি সেকশন অফিসার সাহিদা সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে।
অনুষ্ঠনের মধ্যে দিয়ে একতা প্রতিবন্ধি স্কুল ও পুন:বাসন কেন্দ্রকে স্বীকৃতি দেন এবং প্রথম পুরুস্কার তুলে দেন প্রতিবন্ধি স্কুলে পরিচালক আমিরুল ইসলামের হাতে

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3695605401897357648

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item