সাদা কাগজের নৌকা দিয়ে তৃণমুল নারীনেত্রী মমতাজ বেগমের রাজনীতি শুরু

হাজী মারুফ॥
সাদা কাগজের নৌকা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দিয়ে আওয়ামীলীগের রাজনীতি শুরু করেছিলেন তৃণমুল নারীনেত্রী মমতাজ বেগম। ১৯৮১ সালে কালেক্টরেট মাঠে আওয়ামীলীগের জনসভায় মমতাজ বেগম এ কাগজের নৌকা তুলে দেন শেখ হাসিনার হাতে। সেই মমতাজ বেগম অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আজকে রংপুর মহানগর মহিলালীগের সভাপতি। সভাপতি হিসেবে রংপুরের মহিলালীগ কে সংগঠিত করতে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের অলি-গলি চষে বেড়াচ্ছেন। মমতাজ বেগম নগরীর উত্তম ইউনিয়নের বর্তমান সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে ১৯৬১ সালে আওয়ামীলীগ পরিবারে জন্ম গ্রহণ করেন। পারিবারিক রাজনীতির আবহে বেড়ে ওঠা মমতাজ বেগম বাবার হাত ধরে ১৯৮১ সালে কালেক্টরেট মাঠে আওয়ামীলীগের জনসভায় মমতাজ বেগম এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কাগজের নৌকা তুলে দেন। সেই থেকে পুরোপুরি রাজনীতির কর্মী হিসেবে কাজ শুরু করে দেন। শুরুতেই আওয়ামীলীগের কর্মী হিসেবে প্রথমে উত্তম ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক, পরে সদর উপজেলা মহিলালীগের সহ-সভাপতি, ২০০৪ সালে সদর উপজেলা মহিলালীগের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘদিন রাজপথে থেকে অনেক কষ্ট স্বীকার করে পরবর্তিতে ২০১৩ সালে রংপুর মহানগর মহিলালীগের আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হন এবং পরবর্তিতে ২০১৭ সালে পূর্ণাঙ্গ কমিটি হলে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি হিসেবে রংপুরের মহিলালীগ কে সংগঠিত করতে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের অলি-গলি চষে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন নগরীর অলি-গলিতে। যখনই সময় পান তখনই তিনি নৌকার কথা তুলে ধরেন। সুন্দর উপস্থাপনের মাধ্যমে তিনি মহিলাদের আকৃষ্ট করে দলের কর্মী বানাতে কাজ করছেন। সাদা মনের মমতাজ বেগম সংসার জীবনে এ কন্যা সন্তানের জননী। তিনি রাজনীতি করতে এসে বাবার দেয়া ৫ বিঘা জমি বিক্রি করে বর্তমানে তিনি প্রায় নিঃস। ভাইয়ের বাড়িতে থেকে সারাদিন রাজনীতি নিয়েই সময় কাটান। তাঁর এখন ধ্যান জ্ঞান রাজনীতি আর রাজনীতি। ব্যক্তিগত জীবনে তাঁর কিছু চাওয়া পাওয়ার নেই। তিনি এগিয়ে যেতে চান মানুষের কল্যাণে কাজ করে। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাজ করার সুযোগ চান। ৫৭ বছর বয়সে তিনি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের নারীদের উন্নয়নে ও রংপুরের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনিত করবেন।  তিনি এমপি নির্বাচিত হলে রাজনীতি জীবনের সকল অভিজ্ঞতা দিয়ে রংপুরের উন্নয়নে কাজ করতে পারবেন বলে বিশ্বাস করেন।

পুরোনো সংবাদ

রংপুর 8014962663556433627

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item