এক দিনের জন্য নীলফামারী জেলার জেলা প্রশাসকের প্রতীকি দায়িত্ব পালন করলো রিশাত


এক দিনের জন্য নীলফামারী জেলার জেলা প্রশাসকের প্রতীকি দায়িত্ব পালনের মধ্য দিয়ে রিশাতএক বিরল অভিঞ্জতা অর্জন করলো। আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের অংশ হিসাবে, প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতি বছর বিশ্বব্যাপী এবং বাংলাদেশে গার্লস টেকওভার উদ্যাপন করে। এই গার্লস টেকওভার এর উদ্দেশ্য হলো কিশোরী ও যুবনারীদের মধ্যে উচ্চাকাংখী হওয়ার স্বপ্ন জাগিয়ে দেওয়া এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা যে তারাস্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদর্শী এবং স্বাধীন।প্রতীকি দায়িত্ব পালনেরে অংশ হিসেবে গতকাল বুধবার(১০ অক্টোবর)  রিশাত নীলফামারী জেলার জেলা প্রশাসকের প্রতীকি দায়িত্ব পালন  করে। দায়িত্বপ্রাপ্ত হয়ে রিশাত প্রথমেই জেলা প্রশাসকের অফিসের অতিরিক্ত জেলা প্রশাসক এবং অফিসের অন্যান্য অফিসারদের সাথে পরিচিত হন, শুভেচ্ছ বিনিময় করেন  এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।একজন  জেল াপ্রশাসকের দৈনন্দিন কাজের অংশ হিসাবে রিশাত প্রথমে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে মিটিং করেন।

প্রতীকি দায়িত্ব পালনকালে রিশাত বালিকাদের মিনি মেরাথন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সেখানে নারী অধিকারের বিভিন্ন নিয়ে আলোচনা করা হয় এবং নারী নির্যাতন প্রতিরোধের জন্য সকলকে বিশেষ করে মেয়েদের এগিয়ে আসার আহবান জানানো হয়।এরপর রিশাত আইন শৃঙ্খলার কোর কমিটির সভায় অংশগ্রহন করে। সেখানে ডিমলা উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। গনশুনানীতে অংশ নেয়এবং আলোচনা বিভিন্নবিষয় মনোযোগ সহকারে লক্ষ্য করে। মেয়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা রিশাতের কাছে নতুন বিষয় নয়।  সে তার এলাকায় শিশু বিবাহ বন্ধে জোর ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়।মেয়েশিশুরা নেতৃত্ব দিতে এবং নেতৃত্বে পরিবর্তন আনতে সক্ষম যদি তারা একজোট হয়ে কাজ করতে পারে। এক্ষেত্রে সরকার, সুশীল সমাজ, বানিজ্যিক প্রতিষ্ঠান, অভিভাবক, নারী, পুরুষ, ছেলেশিশু ও যুবরা একত্রিত হয়ে কাজ করবে যাতে জেন্ডার বৈষম্য কি, কেন এই জেন্ডার বৈষম্য, এটি দেখতে কেমন এবং কিভাবে এটাকে দূর করা যায় এই প্রশ্নগুলোর উত্তর খুজেঁ পাওয়া যায় এবং দূরীকরনে কাজ করতে পারেই #র্গালসটকেওভার এর মধ্য দিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েশিশু ও নারীর প্রতি সকল প্রকারের নির্যাতন, বৈষম্য  এবং অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবার জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8914011385588803643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item