সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ(মঙ্গলবার) বিকেল সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস স্থানীয় স্টেডিয়ামে টুর্ণামেন্টের ওই ফাইনাল খেলার আয়োজন করে।
ফাইনাল খেলায় বালক গ্রুপে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৬-১ গোলে কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর সরকারি প্রাথমিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ময়দান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের ফয়সাল সেরা খেলোয়াড়ে ট্রফি লাভ করে।
আর বালিকা গ্রুপে  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়।
এতে নিজবাড়ী দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১ - ০ পশ্চিমপাড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিজবাড়ী দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের রতœা।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন সৈয়দপুর সুনামখ্যাত ফুটবল খেলোয়াড় মো. আতাউর রহমান গ্যাদা। সহকারি রেফারীর দায়িত্ব করেন সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল ও বজলুর করিম বজু।
 এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও আনার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 এতেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সভাপতিত্ব করেন।
 স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল।
এতে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. জোবায়দুর রহমান শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা.মুসারাত জাহান মিলি, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, বাানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম ওমর ফারুকসহ উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি, সদস্য ও  শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 সৈয়দপুর উপজেলার শিক্ষা অফিসের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার পুরো ট্রফি বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ।
উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্টে ১২টি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ নেয়। এর মধ্যে ৬টি বালক দল ও ৬টি বালিকা দল।          

পুরোনো সংবাদ

নীলফামারী 4904165966718811895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item