পীরগাছায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় কর্তৃপক্ষ নীরব

ফজলুর রহমান, পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে দূবৃত্তরা। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
জানা যায়, উপজেলা বন বিভাগের অর্থায়নের ২০১৪-১৫ অর্থ বছরে তাম্বুলপুর তহশীল অফিসের রাস্তা হতে সোনারায় হিন্দুপাড়া পর্যন্ত রাস্তার দুধারে গাছ রোপন করেন। কর্তৃপক্ষ ৫ সিডলিং কিলোমিটার পর্যন্ত বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছ রোপন করেন। বনবিভাগের অর্থায়নের রোপনকৃত গাছ রাস্তার দু”ধারে সৌন্দর্য বৃদ্ধি করেছে। গত এক সপ্তাহে দুবৃত্তরা রাস্তার দু’ধারের গাছ কেটে ফেলছে। স্থানীয়রা মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তাকে জানালেও তিনি তা কর্নপাত করেননি। কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় গত এক সপ্তাহে দুবৃত্তরা বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ টি গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন। গাছ কেটে ফেলায় একদিকে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।
এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আলতাব হোসেন এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি ।
এবিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ(০১৭৯২৮২৪৪৮৮)এর মোবাইলে একাধিকবার চেষ্ঠা করেও পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

রংপুর 4333310938681469890

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item