জলঢাকায় শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার বিকেলে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, ছীট মিরগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ  শহিদুল ইসলাম, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক খোকারাম রায়, প্রধান শিক্ষক মহসিন আলী, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, প্রধান শিক্ষক আশেকুর রহমান, প্রধান শিক্ষক বেলাল হোসেন, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, টেংগনমারী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল আকতার রুবেল ও অনির্বাণ বিদ্যাতীর্থের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী  প্রমুখ। সভায় আগামী মার্চ মাসে নীলফামারীতে অনুষ্ঠিত রবীন্দ্র সম্মেলন সফল করার জন্য আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4758530411488141656

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item