মধ্যপাড়া খনিতে দুই দিনে পাথর উত্তোলন বেড়ে প্রায় ৪ হাজার মেট্রিক টনে দাড়িয়েছে।

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) দ্বারা নির্মিত নতুন স্টোপ থেকে ৩ শিফটে পাথর উত্তোলন দিন দিন বাড়ছে। পাথর খনিতে তিন শিফটে দুই দিনের ব্যাবধানে ১ হাজার টন পাথর উত্তোলন বেড়ে প্রায় ৪ হাজার মেট্রিক টনে দাড়িয়েছে।
খনি সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত পাথর উত্তোলন ছিল তিন হাজার মেট্রিকটনে দুই দিনের ব্যবধানে গত ১ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) তিন শিফটে ১ হাজার মেট্রিক টন উত্তোলন বেড়ে পাথর উত্তোলন হয়েছে প্রায় ৪ হাজার মেট্রিক টন। 
মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে দক্ষ খনি শ্রমিকরা, রাশিয়ান ও বেলারুশিয়ান খনি বিশেষজ্ঞ দল এবং দেশী প্রকৌশলীরা ৩ শিফটে খনি উন্নয়ন ও পাথর উত্তোলন কাজে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন ধরনের প্রতিকুলতার মধ্যেও জিটিসি অতি দ্রুততার সাথে নতুন স্টোপ নির্মান ও খনি উন্নয়ন করে সফলতার সাথে তিন শিফটে পাথর উত্তোলন করছে এবং দিন দিন পাথর উত্তোলন বৃদ্ধি পাচ্ছে। জিটিসি’র পাথর উত্তোলন এভাবে বাড়তে থাকলে তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবেন বলে আশা রাখেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8034720512681369224

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item