বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটে কর্মরত ৭৭৫ জন শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবি

মেহেদী হাছান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ৩য় ইউনিটে কর্মরত ৭৭৫ জন নির্মান শ্রমিকদের  উৎপাদন কাজে স্থায়ী নিয়োগের দাবী ।

বৃহস্পতিবার ৯ নভেম্বর দুপুরে বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ৩য় ইউনিটের (প্রকল্প) উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানের কাছে ৩য় ইউনিটের কর্মরত নির্মান শ্রমিকদের পক্ষে আবু সাঈদ ও হাবিবুর রহমান স্থায়ী নিয়োগের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

এ সময় আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শ্রমিক নেতা হাবিবুর রহমান বলেন, বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ৩য় ইউনিটে উন্নয়ন কাজে কর্মরত ৭৭৫ জন শ্রমিকের স্বাক্ষরসহ আবেদনপত্র জমা দিয়েছি। আশা করি, আমরা যারা শুরু থেকেই উন্নয়ন কাজে কর্মরত ছিলাম তাদেরকেই যেনো কর্তৃপক্ষ পুনরায় উৎপাদন কাজে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন।

এদিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিউসি)’র দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক নুরুজ্জামান বলেন, যারা উন্নয়ন কাজে শুরু থেকে কর্মরত আছে তারা নিয়োগ পাওয়ার প্রত্যাশা রাখে। তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক হলেও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে  জোর দাবি জানান।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3658628797404391063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item