ডোমারে সুর সম্রাট আব্বাস উদ্দীন আহমেদ এর ১১৬ তম জম্মদিন পালিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি)/আনিছুর রহমান মানিক,

ডোমার(নীলফামারী )  প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমারে আব্বাস উদ্দীন একাডেমীর নিজস্ব কার্যালয়ে  গতকাল শুক্রবার রাতে সুর সম্রাট  আব্বাস উদ্দীন আহমেদ এর ১১৬ তম জম্মদিন পালিত হয়েছে । আব্বাস উদ্দীন একাডেমীর উদ্যোগে  এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুর সম্রাট  আব্বাস উদ্দীন আহমেদ এর শ্যালক ও  সোনালী দিন রুপালী ক্ষনের লেখক এস,এম সোলায়মান । আব্বাস উদ্দীন একাডেমীর সভাপতি সহকারী অধ্যাপক নীনা মাশরাফীর সভাপতিত্বে এ অনুষ্টানে বক্তব্য রাখেন  সাধারন সম্পাদক মোস্তফা ফিরোজ প্রধান,  ডোমার অনলাইন প্রেসক্লাবের  সভাপতি ও প্রচার সম্পাদক  প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি),কন্ঠশিল্পি শহীদুল সরকার,ডোমার উপজেলা শিল্পি সমিতি সভাপতি জাবেদুল ইসলাম সানবীম ,নিবাহী সদস্য জাকির প্রধান প্রমুখ ।
বক্তারা সুর স¤্রাট আব্বাস উদ্দীন আহমেদ এর ১১৬ তম জম্মদিন উপলক্ষে তার লেখা ও জীবনী নিয়ে আলোচনা ও স্মৃতিচারন করেন ।
শুরুতেই এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয় ।
উল্লেখ্য সুর সম্রাট  আব্বাস উদ্দীন আহমেদ এর (শ্বশুর বাড়ী)সহ -ধর্মিনীর বাড়ী নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি গ্রামে ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6310362524290436795

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item