ভোট উৎসবে চলছে ডোমার পৌরসভায়

আবু ফাত্তাহ্ কামাল(পাখি),স্টাফ রিপোর্টার॥
আকাশে মেঘের লুকোচুরির সাথে ফুরফুরি হাওয়া বাতাস বৈইছে। প্রখর রৌদ্রে উত্তাপও নেই। প্রকৃতির সাথে  সাধারন ভোটারদের মনও ফুরফুরে। ভোটের উৎসবে নীলফামারীর ডোমার পৌরসভাবাসী যেন প্রকৃতির সাথেই  মেতে উঠেছে।
আজ রবিবার ডোমার পৌরসভার ভোট গ্রহন শুরু হয়েছে। ঘড়ির কাটা সকাল ৮টায় পৌঁছামাত্র অমনি ভোট প্রদানের উৎসব শুরু হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা একে একে ভোটকক্ষে প্রবেশ করে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। বিরতিহীন ভাবে ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রের প্রত্যেক বুথের সামনে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি  চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক যা লক্ষণীয়। তবে সকাল সোয়া ১১টা পর্যন্ত গড়ে প্রায় প্রতিটি কেন্দ্রে ৪০ ভাগ ভোট পড়েছে বলে জানালেন ৯টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগন।
এ রির্পোট লিখা পর্যন্ত কোথাও কোনো ভোট কেন্দ্রের ভেতরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃংঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে সাধারন ভোটাররা বেজায় খুশী।
এদিকে ভোট গ্রহন শুরু থেকে সকাল ১১টা পর্যন্ত অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহন চলছে বলে গণমাধ্যম কর্মীদের জানালেন প্রতিদ্বন্দি মেয়র সহ কাউন্সিলার প্রার্থীরা।
তবে সকাল সাড়ে ১০টার দিকে এক নম্বর ওয়াডের ডোমার সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বাহিরে বহিরাগত কিছু যুবক হট্টগোলের চেস্টা চালালে পুলিশ দুইজন কে আটক করে থানায় নেয়।
এবারের  নির্বাচনে ৪ জন মেয়র , তিনটি সংরক্ষিত আসনে ১০ জন নারী  ও ৯টি ওয়াডে ২২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মেয়র পদে ৪ প্রার্থী হলেন, পৌর আওয়ামীলীগের সাধারন স¤পাদক ময়নুল হক(নৌকা) স্বতন্ত্র হিসাবে ডোমার পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু(নারিকেল গাছ), সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু(মোবাইল ফোন) ও উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবু জাফর বাবলু  (জগ)। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলা ভোটারসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার রয়েছে।
সুত্রমতে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুন নির্বাচিত হওয়ায় ওই ওয়াডে কাউন্সিলর পদে ভোট গ্রহন হচ্ছে না।
এদিকে জেলা প্রশাসক জাকীর হোসেন ও পুলিশ সুপার জাকির হোসেন খান প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন।
ডোমার পৌরসভার রির্টানীং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান ৯টি ওয়াডের ৯টি কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন  পরিবেশে ভোটগ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান পুলিশ,বিজিবি,র‌্যাবের সম্বয়নে ভোট কেন্দ্র সহ নির্বাচন এলাকায় টহল অব্যাহত রয়েছে।তিনি জানান একটি কেন্দ্রের বাহিরে কিছু যুবক হট্টগোলের চেস্টা চালালে দুইজনকে আটক করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7464546534210036397

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item