জাতীয়করনের দাবীঃ রংপুরের গংগাচড়ায় সাফল্যের শীর্ষে আর্দশ উচ্চ বিদ্যালয়

সফিয়ার রহমান কাজল,গংগাচড়া প্রতিনিধিঃ
গংগাচড়া উপজেলার  প্রানকেন্দ্রে অবস্থিত, গংগাচড়া আর্দশ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১৯৯১সালে প্রতিষ্ঠিত হয়ে উপজেলার বুকে এক অনন্য কীর্তি হয়ে রয়েছে। এই অনন্যের পিছনে রয়েছে একরাশ সাফল্যগাথা কথা।

ফলাফলের দিক থেকে শীর্ষস্থান অধিকারী , পর পর ৩ বার শীর্ষ ফলাফলের জন্য জাতীয় সনদ প্রাপ্ত একটি ঐতিহ্যবাহী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-“গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৯৯০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। ১৩ জন শিক্ষক ও ৫ জন অতিরিক্ত শিক্ষক এবং দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির গত তিন বছরে এস,এস,সি তে পাশের সেরা সাফল্য    ২০১৪ইং-১০০%, ২০১৫ইং -৯৬.০৫% এবং সর্বশেষ২০১৬ইং - ৯৮.৭৮ % (A+৫১জন),জে.এস.সি এবং বৃত্তি ফলাফলে অত্র উপজেলার শীর্ষে অবস্থান করছে । বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিটি উপজেলায় কমপক্ষে ১ (এক)টি করে বিদ্যালয়কে জাতীয়করণ করার পরিকল্পনা বাস্তবায়নে-উপজেলার শীর্ষস্থান অধিকারী গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়টিকে জাতীয়করণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছে অত্র উপজেলার সাধারণ জনগন ও গংগাচড়া বাসী। বিদ্যালয়টির EIIN No: ১২৭২৫৮, ID No: ০১০৪৩৬০৬, Board Code No: ৮৮৪৫

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5213036380540910913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item