রংপুরে এই প্রশ্নে ঘোরপাক খাচ্ছে লাভ জনক পদ কোনটি................... ?

মামুনুর রশিদ মেরাজুলঃ
এই প্রশ্নে ঘোরপাক খাচ্ছে উপজেলাবাসী। নির্বাচন কমিশন ঘোষিত ইউপি নির্বাচন উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সময় উত্তীর্ণ না হওয়ায় ১টি এবং সীমানা জটিলতায় ৩টি ইউনিয়ন ছাড়া ১১টি ইউনিয়নের আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নমিনেশন পত্র দাখিল, বাছাই ও প্রতীক বন্টন কাজ সম্পন্ন হয়েছে। দেশ স্বাধীনের পর এবারই প্রথম তৃণমূল পর্যায়ে জাতীয় প্রতীকে অনুষ্ঠেয় নির্বাচন হওয়ায় এবং তার মর্যাদা রক্ষায় দিনরাত্রী একাকার করে চোষে বেড়াচ্ছেন বিভিন্ন দল থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ। বসে নেই সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ও সাধারণ সদস্যগণ। নিজের ব্যক্তিত্ব, ইমেজ ভোটারদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য প্রতি বাড়িতে বাড়িতে দরজার করা নাড়ছেন। সূত্র মতে উপজেলা পরিষদের নির্বাচিত তিনজন সদস্যা সম্মানিত উপজেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে আবার সাধারণ সদস্যপদে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। বিষয়টি সাধারণ ভোটারগণ ভিন্ন চোখে দেখছেন যার জন্য সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন মহলের কাছে জানতে চায় পদ মর্যাদার দিক থেকে কোনটি বড় ? আপাতত দৃষ্টিতে তাকালে উপজেলা পরিষদের সম্মানিত সদস্যগণ সমগ্র উপজেলার উন্নয়নের চিন্তা করে আর ইউনিয়ন পরিষদে সদস্যাগণ একটি ওয়ার্ডের উন্নয়ন করে। খতিয়ে দেখলে মনে হবে উপজেলা পরিষদ থেকে বেশি জনমানুষের উন্নয়ণের কথা বলা যায়। এ ব্যাপারে পদত্যাগী সদস্যাদের সাথে মুঠোফোনে কথা হলে তারা অকপটে স্বীকার করেন উপজেলা পরিষদের সদস্যগণ শুধুমাত্র সম্মানী ভাতা ছাড়া অন্য কোন জনকল্যানমুখী কাজ করতে পারেননা। বিভিন্ন ব্যক্তির সংস্থার সাথে কথা হলে তারা বলেন উপজেলা পরিষদের সম্মানিত সদস্যদেরকেও উন্নয়নের অংশীদারীত্ব করা প্রয়োজন। “এমনটা প্রশ্ন ছুড়ে বলেন লাভ জনক পদ কোনটি” ?

পুরোনো সংবাদ

রংপুর 3202216287992225244

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item