রংপুরে শেখ হাসিনার নামে মুক্তিযোদ্ধা ডাঃ সহিদারের ২৬তম গরু কোরবানি

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


প্রতি বছরের মতো এবারো পবিত্র ঈদ-উল-আযহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিলেন রংপুর মহানগরীর বুড়িরহাট বাহাদুর সিংহ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সহিদার রহমান। বীর মুক্তিযোদ্ধা ডাঃ সহিদার রহমান তার প্রিয় নেত্রী, বাংলাদেশ আ’লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিগত ১৯৯০ সাল থেকে গরু কোরবানি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ডাঃ সহিদার রহমান তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ পালন করে আসছে। সহিদার রহমান তৎকালীন সময়ে তার অঙ্গীকার মতে, তিনি (শেখ হাসিনা) যতদিন বেঁচে থাকবেন, ততদিনই তার নামে প্রতিবছর গরু কোরবানি দিবেন। এরই অংশ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর ২৬তম গরু কোরবানি দিয়ে এলাকার গরীবদের মাঝে মাংস বিতরণ করেন। মুক্তিযোদ্ধা ডাঃ সহিদার রহমান একজন অবঃপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। বতমানে তিনি একজন পল্লী চিকিৎসক।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত ২০বছর ধরে কাফনের কাপড় পড়ে বেড়িয়েছেন। বিগত ১৯৯০এর ১৫ আগষ্ট থেকে ডাঃ সহিদার রহমান কাফনের কাপড় পড়া শুরু করেছেন ২০০৯এর ১৯নভেম্বর সুপ্রিম কোর্টের চুড়ান্ত রায়ের দিন তার শরীরের কাফনের কাপড় নামিয়ে পুড়িয়ে ফেলেন। এরপর ওইদিনই সহিদার রহমান তার গায়ে ফাঁসির রায় কার্যকরের দাবি সম্বলিত গেঞ্জি পড়েন। এতে লেখা ছিল বঙ্গবন্ধু’র খুনিদের ফাঁসির রায় কার্যকর কর করতে হবে। অপর অংশে লেখা রয়েছে যুদ্ধাপরাধীদের বিচার চাই, করতে হবে। এভাবেই তিনি প্রতিবাদ জানিয়ে আসছেন।

পুরোনো সংবাদ

রংপুর 55514180144325925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item