গাজীপুরে অপহৃত শিশু ডিমলায় উদ্ধার॥ নারী সহ আটক ২

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার, জাহাঙ্গীরআলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি-
 দশ লাখ টাকা মুক্তিপনের দাবিতে গাজীপুরের জয়দেবপুর থেকে অপহরনকৃত আব্দুর রহমান রিয়াদ নামের পাঁচ বছরের এক শিশুকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার নদীর  পূর্বছাতনাই তছিরের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ইউনিটের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে একটি দল ওই শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরনের সাথে জড়িত এক নারী সহ দুইজন কে আটক করা হয়। আটককৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বকদুলঝুলা চটিপাড়া গ্রামের হামিদ উদ্দিন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা ইউনিয়নের মাষ্টারপাড়ার গ্রামের মোজাম্মেল হকের  স্ত্রী সখিনা বেগম (৫৫)। এদের বিরুদ্ধে অভিযোগ মুক্তিপনের দাবিকৃত টাকা না পেয়ে এরা ওই শিশুটিকে তিস্তা নদীর সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

শুক্রবার সকাল ১১টায় নীলফামারী র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের জানানো হয়  পূর্ব পরিচয়ের সুত্র ধরে অপহরকারী জাহিদুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর  উপজেলার কলনেশ্বর গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গিয়ে গত ১১ আগষ্ট সকালে ওই বাড়ির মালিকের ৫ বছরের পুত্র আব্দুর রহমান রিয়াদ  কে অপহরন করে । এরপর মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি নতুবা শিশুটিকে ভারতের পাচারের হুমকী দেয় জাহিদুল ইসলাম। এ ঘটনার পর দিন জয়দেবপুর  থানায় একটি জিডি হয়। পাশাপাশি শিশুটির অভিভাবকরা অপহরনকারীকে মুক্তিপণের টাকা দিতে স্বীকার করলে তাদের টাকা নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা গ্রামে আসতে বলে অপহরনকারী। অপহরকারীর অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে অপহরনকৃত শিশুটির মামা ইউসুফ আলী খান বৃহস্পতিবার বিকালে নীলফামারী এসে বিষয়টি স্থানীয় র‌্যাব ক্যাম্প গিয়ে সহায়তা চায়। তাৎক্ষনিকভাবে র‌্যাব বাহিনী শিশুটিকে উদ্ধারে এবং অপহরনকারীদের অবস্থান মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাকিং করে অভিযানে নামে। এদিন সন্ধ্যায় শিশুটিকে ভারতে পাচারকালের চেষ্টার সময় র‌্যাব বাহিনী ডিমলা উপজেলার পূর্বছাতনাই তছিরের পাড়ায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত উক্ত দুইজনকে আটক করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7841949450515572121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item