চিলাহাটিতে জমি-জমার দ্বন্দে আহত- ২

এ.আই পলাশ : নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামে জমি-জমা নিয়ে দ্বন্দে পিতা ও পুত্র গুরুত্বর আহত হয় তাদের আশংখ্যা জনক অবস্থায় তাদের ডোমার বোড়াগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ০৬/০৭/২০১৫ইং সকালের দিকে  গ্রাম্য ডাক্তার মজিদুল ইসলাম ও তার পুত্র লিটন জমিতে কাজ করতে যায়।
এ সময় উক্ত জমির দাবী নিয়ে একই গ্রামের মৃত.মজির উদ্দীনের পুত্র ইয়াছিন ও তার পুত্র বাচ্চু,রশিদুল,রবিউল,বাচ্চুর পুত্র বাবু,রশিদুলের স্ত্রী পারভীন,রবিউলের স্ত্রী রুমি ও বাচ্চুর স্ত্রী বিউটি দা,বটি,কোদাল,লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে লিটন ও তার পিতা গুরুত্বর আহত হয়। আহতদের আশংখ্যা জনক অবস্থায় ডোমার বোড়াগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছ। উক্ত জমি দু'মাস পূর্বে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের শালিসে কাগজপত্র মূলে ডাঃ মজিদুলের দখলে দেয়া হয়। ইয়াছিন আলী জানায়,জমির সীমানা নিয়ে বাক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার সংবাদ পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1407671097213588957

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item