সোয়াইন ফু ঝুকিতে বাংলাবান্ধা স্থল বন্দরের মানুষ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা
জেলা প্রতিনিধি, পঞ্চগড় ঃ দেশের সর্ব উত্তরে ও সীমান্ত ঘেষা জেলা পঞ্চগড় । প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফু ভাইরাসে  আক্রান্ত বিভিন্ন অঞ্চলে সোয়াইন ফু ব্যাপক হারে ছড়িয়ে পরেছে । এ ভাইরাস ছড়িয়ে পড়ায়  আক্রান্ত হওয়ার ঝুকিতে রয়েছে দেশের  প্রান্তিক ও তিন দিক থেকে ভারত বেষ্টিত জেলা পঞ্চগড়। ভারতের সীমান্ত সংলগ্ন জেলা হিসেবে পঞ্চগড় সোয়াইন ফøু ঝুকিতে থাকলেও বাস্তবে তা প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের
তেমন কোন তৎপরতা নেই। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ও ভূটানের সাথে বাণিজ্য কার্যক্রম চালু থাকায় পণ্য সামগ্রী  প্রতিয়িত  আমদানী করা হয় ্বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন মালামাল নিয়ে ১শ থেকে দেড়’শ ভারতীয় নাগরিক ট্রাকের ড্রাইভার হেলপার  যাওয়া আসা করে। সোয়াইন ফু একটি ছোঁয়াচে রোগ, ইহা যে কোন সময় যে কোন আক্রান্ত ব্যাক্তির দ্বারা ছড়িয়ে যাওয়ার সম্ভবনা আছে । বন্দরের শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সকলেই সোয়াইন ফু আতংকে  আছে ।  সোয়াইন ফু যাতে আমাদের দেশে ছড়িয়ে না পরে তার জন্য বন্দরে মেডিকেল টিম অন্যান্য ব্যবস্থা গ্রহন অত্যন্ত  আবশ্যক ।মানুষ বন্দরে নিয়মিত আসা যাওয়া করে কিন্তু বন্দরের জিরো পয়েন্টে ভারত থেকে আগতদের সোয়াইন ফু শনাক্ত করার জন্য একটি মেডিক্যাল টিম বসানো কথা থাকলেও তা এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সংশ্লীষ্ট বন্দর কতৃপক্ষের।
ডাঃ মোঃ  আহাদ আলী, সিভিল সার্জন, পঞ্চগড় । তিনি বলেন ভিন্ন কথা বন্দরেও সোয়াইন ফু শনাক্ত করতে ‘থার্মাল স্ক্যানার’ ও রেডইন্টার থার্মোমিটার নিয়ে ভারত থেকে আগত আমদানি রফতানির পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী ও খালসিদের স্বাস্থ্য পরীক্ষার  জন্য  একটি মেডিক্যাল টিম বসানো হয়েছে ।#

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2936743074297372112

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item