ডোমারে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো নূর বানু

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ- নীলফামারীর ডোমারে সাংবাদিকের হস্তেেপ বাল্য বিয়ে থেকে রা পেলো ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নূর বানু। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা খামাতপাড়া গ্রামে। উক্ত গ্রামের নুর ইসলাম টুকশুর  কন্যা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নূর বানু (১৩) সাথে একই এলাকার মৃত মুলামুখার পুত্র আঃ হাকিম(১৭) সাথে
২৯ মার্চ সন্ধ্যায় বিয়ের কথা ছিল। খবর পেয়ে সাংবাদিক আগের দিন নূরবানু ও আঃ হাকিমের পিতার সাথে কথা বলে অনেক বোঝানোর পরে বিয়ে দেবেনা বলে জানান। পরদিন রাত ১২টার দিকে গোপনে বিয়ে দিচ্ছে খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে দেখা যায় যে  সংশিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিনোদ রায় ও এলাকার কিছুু দেওয়ানী লোকের যোগসাজেসে গোপনে বিয়ে দেয়ার পরিকল্পনা চলছে। শেষে ইউপি সদস্য জয়ন্ত কুমার রায় ও  সংরতি সদস্য দিপালী রাণী ঘটনা স্থলে গিয়ে বিয়ে বন্ধ  করে দেয়।

পুরোনো সংবাদ

রংপুর 1924051578971821156

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item