ডিমলায় সাংবাদিকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

ডিমলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সাংবাদিক কে প্রান নাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদের স্মৃতিতে মাল্যদানকে কেন্দ্র করে উপজেলার সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম মদ্যপানরত অবস্থায় ডিমলা প্রেসকাবের সদস্য দৈনিক নওরোজ পত্রিকার ডিমলা প্রতিনিধি আলীমুল ইসলাম আলীমকে লাঞ্চিত করে চেয়ারম্যানসহ তার লোকজন। এবং প্রকাশ্যে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি প্রদান করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ডিমলা প্রেসকাবের এক জরুরী সভায় অভিযুক্ত চেয়ারম্যানের বিচার না হওয়া পয্যন্ত সাংবাদিকরা কোন সরকারী প্রোগ্রামের রিপোর্ট করবেনা মর্মে সিদ্ধান্ত গ্রহন করে।
এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ২৪ ঘন্টার মধ্যে ওই চেয়ারম্যানের বিচার দাবি করেন। ঘটনার ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও সাংবাদিকদের বিচারের দাবি পূরন হয়নি। বরং চেয়ারম্যানের লোকজন ২৭ মার্চ রাতে সাংবাদিক আলীমুল ইসলাম বাড়ি যাওয়ার পথিমধ্যে হত্যার উদ্দেশ্যে তার পথরোধ করে। এ সময় সাংবাদিক আলীমুল কোনরকমে দৌড়ে পালিয়ে গিয়ে প্রানে রক্ষা পায়। সাংবাদিক আলীমুল বলেন,আমাকে প্রতিনিয়ত চেয়ারম্যানসহ তার লোকজন বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার ডিমলা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করা হয়েছে। জিডি নং-১১৯৮,তারিখ-২৮/০৩/১৫ ইং। ডিমলা থানার ওসি রুহুল আমীন সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডির বিষয়টি নিশ্চিত করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item