ডোমারে কনকনে শীত তবুও কৃষকরা পিছিয়ে নেই

চিলাহাটি (নীলফামারী) থেকে আবু ছাইদ ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ১০টি ইউনিয়রে কৃষকরা আমন আবাদে ভালো ফলন ও মনপূত মুল্য পাওয়ায় বোরো আবাদের জন্য সময়ের পূর্বেই ব্যাস্ত হয়ে পড়েছে। গোটা উপজেলা ১০টি ইউনিয়নের বেশীর ভাগ বোরো আবাদী জমিতে কৃষকদের চাষাবাদের কাজ শুরু হয়েছে।  কনকনে ঠান্ডা আবহাওয়া হওয়া সত্বেও কৃষকরা বোরো আবাদে ব্যস্ত হয়ে পড়েছে। কৃষি কর্মকর্তার পরামর্শ
অনুযায়ী গত বোরো আবাদের ন্যায় এবারও বোরো আবাদের প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। কৃষকদের কাছ থেকে জানা যায় গত বোরো আবাদের চেয়ে এবার অনেক বেশী আগাম বোরো ধান ঘরে নিয়ে আসবে কৃষকরা। গত বার সার, তেল, বিদ্যুৎ এবং কৃষি কর্মকর্তাদের সু-দৃষ্টির অভাব না থাকায় যে হারে বোরো উৎপাদন হয়েছে ঠিক তেমনি যদি এবারো থাকে তাহলে গত বারের চেয়ে এবার অনেক বেশী বোরো উৎপাদন করে ঘরে নিয়ে আসতে পারবে কৃষকরা। তাই কৃষকদের আবেদন উর্দ্ধোতন কর্তৃপরে কাছে যেন সার, তেল, বিদ্যুৎ এবং কৃষি কর্মকর্তাদের সু-দৃষ্টি যেন কমতি না হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7137688923913861426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item