র‌্যাব-১৩ নীলফামারী অভিযানে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি:
গত ১০/০৪/২০২১ ইং তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘটিয়াপাড়া এলাকায় মোঃ সোহেল রানা নামক ব্যক্তি নানা রকম প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-২১, তাং-১৮/০৫/২০২১ খ্রিঃ, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/০৩) এর ৯(১)। গণমাধ্যম উক্ত ঘটনাটিকে গুরুত্বের সাথে নেয় এবং বহুলভাবে প্রচারিত হওয়ার পর ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে ২০২১ তারিখ বিকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার থানার মাগুরমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজহারনামীয় প্রধান আসামী মোঃ সোহেল রানা (২০), থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ধর্ষণের কথা স্বীকার করে। ধৃত আসামী’কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পঞ্চগড় জেলায় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 5848360707600593196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item