পাগলাপীরে জমছে তালের বিচির বেচা-বিক্রি
https://www.obolokon24.com/2020/07/rangpur_5.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে তালের বিচির বেচা-বিক্রি। জানাগেছে সম্প্রতি পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ ও কলেজ মাঠ সহ অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে মৌসুমী সুস্বাধু ফল তালের বিচির বেচা-বিক্রি জমে উঠেছে। এছাড়াও পাগলাপীর বন্দর সংলগ্ন আবাসিক বিভিন্ন পাড়া-মহল্লা সহ অঞ্চলের বিভিন্ন গ্রামে রিক্সা-ভ্যানে ফেরী করে বিক্রি করা হচ্ছে সুস্বাধু মিষ্টি জাতীয় ফল তালের বিচি। খেতে সুস্বাধু হওয়ায় কিশোর-কিশোরী, যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সের আবাল বৃদ্ধ বণিতা উৎসূক ক্রেতা সাধারন স্বাচ্ছন্দে ক্রয় করছেন তালের বিচি। সরেজমিনে পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ ও কলেজ মাঠে ব্যবসায়ী কালাম মিয়া সাংবাদিককে বলেন, এক পিচ তালের বিচি পাঁচ টাকা ও একটি গোটাল তাল দশ টাকা দরে বিক্রি করছেন। তালের বিচি বিক্রি করে সংসার চালাচ্ছেন দ্ইু সন্তানের জনক কালাম মিয়া। ব্যবসায়ী কালাম মিয়া জানান, পাগলাপীরের আশপাশ এলাকায় তালগাছ না থাকায় বাহিরের এলাকা হতে তাল সংগ্রহ করে ব্যবসা করছি। এছাড়া বছরের বেশীর ভাগ সময় ধরে ঝাঁলমুড়ি, চানাচুর, বুট, বাদাম, আমড়া, জলপাই, তেঁতুলের আচাড় বিক্রি করি। আমড়া, জলপাঁই, বিক্রেতা হিসেবে আমাকে পাগলাপীরের সর্বস্তরের মানুষ চেনে। তাই এই ব্যবসা করে এক ছেলে এক মেয়ে চার সদস্য নিয়ে সংসার চলছে ।