সৈয়দপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পরিবেশকের ১০ হাজার টাকা জরিমানা


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 সরকারি আদেশ অমান্য করে গোডাউন খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজের ১০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল (রোববার) দুপুরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজ। আর এর স্বত্ত্বাধিকারী  হলেন  আলহাজ্ব মো. নাদিম আলম। শহরের পুরাতন বাবুপাড়াস্থ আজিম লেনে ওই পরিবেশকের বিতরণ কেন্দ্রটি অবস্থিত। গতকাল ( রোববার) দুপুরে বিশ্বস্ত  খবর ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ওই পরিবেশকের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশক আলহাজ্ব মো. নাদিম আলমের বাসার প্রধান ফটক বন্ধ থাকলেও গোডাউন খোলা অবস্থায় পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে গোডাউন খোলা রাখা এবং একই স্থানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ  কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী  আলহাজ্ব মো. নাদিম আলমের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমানে  ওষুধ ও কাঁচাবাজার ব্যতীত সকল পণ্যের দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনা রয়েছে। এ সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।              

পুরোনো সংবাদ

নীলফামারী 6674765367272900521

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item