ডোমারে অসহায় মানুষের মাঝে এসএসসি ৯০ ব্যাচ


ডোমার প্রতিনিধি- নীলফামারীর ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।  
দেশে করোনা ভাইরাস আতংকে এলাকার খেটে খাওয়া দুস্থ  ও অসহায় মানুষ কাজে বের হতে পারছে না। এমন পরিস্থিতিতে  রোববার (২৯মার্চ) সকাল ১০টায় পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে ৫শতাধীক মানেুষকে এ সহায়তা প্রদান করেন এসএসসি ৯০ ব্যাচ। প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও একটি করে মাক্স ছিল। এ সময় গ্রুপের অন্যতম সদস্য রাশেদ মাহমুদ উজ্জল, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মকবুল হোসেন, নলিনী রায়, রায়হান সবুক্তগীন অনিকেট, আবু জাফর উল্ল্যাস, জাকারিয়া হোসেন, জয়মুদ্দিন সরকার, উম্মে সালমা, রশিদা আক্তার, শাহেরা বানু শিল্পী প্রমূখ উপ ছিলেন। এ ছাড়াও উক্ত গ্রুপের ঢাকা ও প্রবাসে অবস্থানরত  বন্ধুদের মধ্যে মমতাজ শান্তা, চন্দনা প্রধান, ঢালী মাহামুদা সম্পা, এরশাদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মিঠু, সাবিনা ইসলাম সুমনা, সামিমা শিমি, আবু বক্কর ছিদ্দিক মিঠুলীসহ সকলে উপস্থিত থেকে  আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও উক্ত ব্যাচের সদস্যরা বিদ্যালয়ে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে এলকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদেও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3437912123432660164

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item