পাগলাপীরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ “অপ্রতিরোধ্য-অগ্রযাত্রায়-বাংলাদেশ, সময় এখন আমাদের-সময় এখন বাংলাদেশের” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বণ্যাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরে সদর উপজেলা প্রশাসন ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী” মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে (১১ জানুয়ারী} শনিবার সকাল ১১ টায় হরিদেবপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আতোশবাজী এবং বণ্যাঢ্য র‌্যালী। সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান  নাছিমা জামান ববি, সদর কোতয়ালী থানার  অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম, আওয়ামীলীগ সদর উপজেলার সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক একেএম হালিমুল হক (সহকারী অধ্যাপক), হরিদেবপুর ইউনিয়ন সভাপতি একরামুল হক, গংগাদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুইট, উপস্থাপনা ও পরিচালনা করেন সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার তহমিনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, চন্দনপাট ইউনিনের চেয়ারম্যান আমিনুর রহমান, সদ্যপুষ্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা,  সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আদ্দ্বীন একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) শহিদুল ইসলাম,  আওয়ামীলীগ হরিদেবপুর ইউনিয়ন সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, খলেয়া ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হাসু শাহ, সাধারন সম্পাদক আব্দুল মোন্নাফ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক পরিমল চন্দ্র সরকার সহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীল অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, জন প্রতিনিধি সাংবাদিক সহ বিশিষ্ট জনরা। এর আগে সকাল ১০টায় সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি ও হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বণ্যাঢ্য র‌্যালী পাগলাপীর স্কুল ও কলেজ থেকে বের হয়ে র‌্যালীটি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাগলাপীর রংপুর সদর দপ্তর হয়ে পেট্রোল পাম মোড় হয়ে পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এসে শেষ হয়ে মূল অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠিত বন্যাঢ্য র‌্যালীটিতে অংশ গ্রহন করেন সদর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীল অংগ সংগঠনের নেতৃবৃন্দ, পাগলাপীর স্কুল ও কলেজ, আদ্দ্বীন একাডেমী, পাগলাপীর আইডিয়াল স্কুল এন্ড কলেজ সহ শিক্ষানগরী পাগলাপীরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, জন প্রতিনিধি,সাংবাদিক সহ বিশিষ্ট জনরা। সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করেছেন এবং তার সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অর্থনীতিতে দূর্বার গতিতে অদম্য শক্তিতে এগিয়ে চলছে। 

পুরোনো সংবাদ

রংপুর 5021486867496183789

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item