ডোমারে সড়ক দূর্ঘটনায় ১ ঔষধ ব্যবসায়ীর মৃত্যু
https://www.obolokon24.com/2019/11/accident_7.html
এলাকাবাসী ও ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, ডোমার - দেবীগঞ্জ সড়কে বড়রাউতা মডেল স্কুল পাড়া এলাকায় ট্রাংকলরী - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে লরী ও মোটরসাইকেলসহ আরোহী সড়কের পার্শ্ববতী পুকুরে পড়ে যায় ।এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয় ।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মারা যায় আহত ব্যক্তি বাবু।ট্রাংকলরীটি (ঝিনাইদহ- ঢ-৪১-০০৮৯) পার্বতীপুর থেকে পঞ্চগড় যাচ্ছিল ।
উল্লেখ্য, নিহত গাউসুল আজম বাবু (৩৫) উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটুরিয়া পাড়ার রাজ্জাক মিঞা বাজার এলাকায় মৃত মোস্তফা হোসেনের পুত্র ।তিনি রাজ্জাক মিঞা বাজারে ঔষধের দোকান করতেন বলে জানা গেছে