ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী থানার আয়োজনে থানা চত্বও থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে থানা চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি ফকরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মিঞা আশিস বিন হাসান বিপিএম,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যনা মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,পৌরসভার প্যানেল মেয়র মামুুনুর রশিদ চৌধুরী মামুন,বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন। এসময় ফুলবাড়ী থানার সকল কর্মকর্তা কর্মচারীগন, স্কুল,কলেজর ছাত্রছাত্রী, সাংবাদিক, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সেই সাথে এই কমিউিনিটি পুলিশিং কমিটি গঠনের ফলে মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গঠনে অগ্রনি ভুমিকা রাখছে বলেও জানানো হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6428293894386750341

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item