সৈয়দপুরে অগ্নিকান্ডে সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া

সৈয়দপুরে অগ্নিকান্ডে সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিনির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়।আজ শনিবার বিকেল শহরের বিমানবন্দর সড়কের হাতিখানা অবাঙ্গালী (উর্দূভাষী) বস্তিতে ওই মহড়ার আয়োজন করে স্থানীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগ। মহড়ায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভিন্ন কলাকৌশল প্রদর্শিত হয়।
সচেতনতামূলক এ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
সৈয়দপুরে অগ্নিকান্ডে সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া
অগ্নিকান্ড বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নীলফামারী জেলার উপ-পরিচালক কোবাদ আলী সরকার।
সৈয়দপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মাহমুদুর রহমান খোকন মহড়াটি পরিচালনা করেন।
সিগারেটের আগুন থেকে বস্তিতে অগ্নিকান্ড। আর তা নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা শুরু, উদ্ধার অভিযান। এ সব নিয়ে এ সময় অগ্নিকান্ডে আহতদের উদ্ধারের কৌশল এবং তাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে প্রেরণ এসব দৃশ্য নিখুঁতভাবে ফুটে ওঠে। মহড়ায় ব্যবহার করা হয় দমকল গাড়ি, অ্যাম্বুলেন্স, উদ্ধার যন্ত্রপাতি ও স্বেচ্ছাসেবীদের তৎপরতা। এ থেকে অগ্নিকান্ড সম্পর্কে সতর্কতার বার্তা দেওয়া হয়। মহড়া উপভোগ করেন হাতিখানা বস্তির শতশত মানুষ।  

পুরোনো সংবাদ

নীলফামারী 2853058743773160721

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item