নীলফামারীর কিশোরগঞ্জে আমনের বাম্পার ফলন

 নীলফামারীর কিশোরগঞ্জে আমনের বাম্পার ফলন
মোঃ শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নানা প্রতিকুল পরিবেশের মাঝেও আমনের বাম্পার ফলন হয়েছে । এখন চলছে ধান কাটা-মাড়াইয়ের শেষ পর্যায়ের কাজ। এরপর শুরু হবে রবি মৌসুমের ফসল লাগানোর কাজ।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি আমন মৌসুমে এ উপজেলায়  ১৪ হাজার ৮৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর  লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ হাজার ৫২ হেক্টর।
গতবার কিশোরগঞ্জ উপজেলায়  ১৪ হাজার ৮৪১ হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো অর্জিত হয়েছে ১৪ হাজার ৭৬০ হেক্টর । আগাম জাতের উফশী -৩২০০ হেক্টর ও হাইব্রিড-১১হাজার ৬২৫ হেক্টর স্থানীয় ৪৫ হেক্টর ধান লাগানো হয়েছে। আগাম জাত বি আর-৬২,৫৬,৪৯,৩৯,৩৩, জাত-২০এবং ধানি গোল্ড  এসব ধানের জীবন কাল ১০০-১১০ দিন। সেখানে অন্যান্য জাতের ধানের জীবন কাল ১৪০-১৪৫দিন।
রনচন্ডি ইউনিয়নের কৃষক অতুল চন্দ্র রায় ৪৫ বিঘা জমিতে আমন ধান  চাষাবাদ করেছেন । বিঘা প্রতি ৩০০০থেকে ৪০০০ হাজার টাকা তার খরচ হয়েছে । প্রতি বিঘা জমিতে ধানের সর্বোচ্চ ফলন ধরা হয়েছে  ১৮-২০মন । বর্তমান বাজার দর হিসেবে ৫৮০ টাকা মন ধরে বিঘায় দাম পাওয়া যাবে ২৩ হাজার ২০০ টাকা।
একই এলাকার কৃষক অনন্ত কুমার  রায় বলেন, এখন ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুম চলছে ফলে এ এলাকায়  শ্রমিক সংকট বিরাজ করছে । চড়া দাম দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। নানা সংকটে আমন চাষীদের  বিপাকে ফেলেছে।
বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক আলম হোসেন জানান- ৯ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি । ওই সব জমিতে বি আর ১১ সহ উচ্চ ফলনশীল বিভিন্ন প্রজাতির ধানের চাষাবাদ করেছি। আশা করছি আশানুরুপ ফলন পাব।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, প্রতিকুলতার মাঝে বাম্পার ফলন হয়েছে আমনের। কৃষকরা এখন মাঠে ব্যস্ত ধান কাটা নিয়ে। মাঠ জুড়ে চলছে ধান কর্তনের ব্যস্ততা। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা শেষ হয়ে যাবে। ওই জমিতে কৃষকরা নমলা আলু, ভুট্টা, সোনামূখী কচু, কুমড়া, গম, সরিষা আবাদ শুরু করবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6453518878176845395

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item