৩০০ আসনে মনোনয়ন জমা পড়লো ৩০৫৬

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সারাদেশে ৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা যায়। এরমধ্যে অনলাইনে মনোনয়ন জমা পড়েছে ৩৯টি।

এর আগে ছয় ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক হারে সহিংসতার ঘটনা ঘটলে, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ রাখতে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়।

এই দাবির প্রেক্ষিতে কমিশন প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ রাখে। কিন্তু সে নির্বাচনে মাত্র ৪ জন আবেদন করলেও তারা সরাসরিও আবেদন করেন বলে ইসি সূত্রে জানা গেছে।

এদিকে ঢাকার-২০ আসনে মনোনয়ন জমা পড়েছে ২৬৮টি।

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থী।

এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম নিজ কার্যালয়ে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা নেয়ার কাজ শেষ হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1099740983223375599

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item