পাগলাপীরের ফলমুলের বাজার এখন হাড়ি ভাঙ্গা আমের দখলে ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীর ফলমুলের বাজার এখন দখল করে নিয়েছে হাড়ি ভাঙ্গা আম। রংপুরের পদাগঞ্জে উদ্ভাবিত সু-স্বাদু মিস্টি জাতীয় আম হাড়ি ভাঙ্গা। সু-স্বাদু ও মিষ্টি জাতীয় ফল হওয়ায় হাড়ি ভাঙ্গা আম সকল শ্রেণির ক্রেতা সাধারনের কেড়ে নিয়েছে মন।  দাম হাতের নাগালে থাকায় ধনী গরিব সহ অঞ্চলের সকল শ্রেণির উৎসুক ক্রেতা সাধারন স্বাচ্ছন্দে ক্রয় করছেন এই হাড়ি ভাঙ্গা আম। তবে গত বছরের তুলনায় এবার হাড়ি ভাঙ্গা আমের বাম্পার ফলন হওয়ায় দাম অনেক কম। সরে জমিনে পাগলাপীর বন্দরের ফলমুল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সোহেল হাজারী, শাকিল মিয়া, এস এম কামাল, মাহে আলম, আলা ও মিন্টু সহ ব্যবসায়ীরা জানান তারা প্রতি কেজি হাড়ি ভাঙ্গা আম ২০/২৫ টাকা, লোকাল ফজলী আম ১০ টাকা, মিশরীভোগ ৩০ টাকা, ঈশিতা ৩০টাকা কেজি দরে বিক্রি করতেছেন। এ ছাড়া কমলা প্রতি কেজি ১৫০ টাকা, আঙ্গুর নিউজিল্যান্ড জাতের প্রতি কেজি ১৪০, আফ্রিকা ১৫০, ফুজি ১৩০ টাকা, আঙ্গুর ইন্ডিয়া ৩০০ টাকা, অষ্ট্রেলিয়া ৪০০ টাকা, ডালিম প্রতি কেজি বেদানা ৩০০ টাকা, খেজুর প্রতি ১২০ থেকে ৫০০ টাকা, লটকন ৮০ থেকে ১০০ টাকা, জাম ২০০ টাকা, নারিকেল জোড়া ১০০ টাকা এবং কলা মালভোগ সহ ৩০ থেকে ৪০ টাকা হালি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

পুরোনো সংবাদ

রংপুর 8424974739371474487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item