নাগেশ্বরীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত “বাছাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে” কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠান ও গ্রাম পুলিশগণকে উৎসাহী ভাতা প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে নানামূখী পরামর্শ প্রদান করেন বক্তারা। এছাড়াও গ্রাম আদালত বিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন প্রকল্পটির উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান লিখন। দুপুরে  প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপজেলার সকল ইউনিয়নের ১শ ৩৫ জন গ্রাম পুলিশকে ১ হাজার টাকা করে উৎসাহী ভাতা প্রদান করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক ও কারিগরী সহযোগিতা প্রদান করছে ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 6091621044445561017

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item