কুড়িগ্রামে মেয়ে ঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

হাফিজুর রহমান হৃদয় কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়ে ঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২ জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে নাওডাঙ্গা স্কুল ও কলেজ মাঠে শনিবার সকাল ১১ টার দিকে স্কুল চলাকালীন সময়ে। উত্তেজিত দু’পক্ষের জনতা শিক্ষা প্রতিষ্টানের দরজা জানালা ও ব্রে সহ বকুলতলা বাজারে ভাংচুর চালায়। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংগঠিত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা জীবনের ভয়ে স্কুল ছেড়ে পালিয়ে যায়। এ রিপোট লেখাকালীন সময় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে,নাওডাঙ্গা স্কুল ও কলেজ এর ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে একাদশ শ্রেনীর ছাত্র মিজানুর রহমানের জন্য প্রেমের প্রস্তাব দেয় একই শ্রেনীর বন্ধু সুশান্ত রায়। পরবর্তিতে অভিভাবক পর্যায়ে বিষয়টি মিমাংসা হলেও শনিবার ওই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন,জাহেদুল হক(২২),মিজানুর রহমান(২০),রাকিব (২২),বিদ্যুত (১৮),সুজন মিয়া(১৯),বকুল ইসলাম(২৫),সুশান্ত রায়(২৪),সুজিত(২০)সহ আরও কয়েকজন। এর মধ্যে জাহেদুল ও মিজানুর রহমানের অবস্থা গুরুতর।নাওডাঙ্গা স্কুল ও কলেজ এর অধ্যক্ষ ফাতেমা বেগমকে একাধীক বার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 8835398528286322553

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item