সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিয়ষক অধিদপ্তর ওই কর্মসূচির আয়োজন করে। “ নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজমল হোসেন।
বিশেষ অথিতির  বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, নীলফামারী জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান রাবেয়া আলীম, সৈয়দপুর মহাবিদ্যালয়েল অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
স্বাগত ক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহাজাদী।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, এনজিও প্রতিনিধি মো. এনামুল হক,  মো. শফিকুল ইসলাম, মতিয়া বেগম মুক্তা প্রমূখ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর পাইলট বালকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষিকা বিলকিছ বাণু।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও এনজিও কর্মকর্তা-কর্মীরা অংশ নেন।      

পুরোনো সংবাদ

নীলফামারী 3714672350386617776

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item