জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মর্তুজা ইসলাম,জলঢাকা  প্রতিনিধিঃ

নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৮ ই  মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও ব্র্যাক স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহণে দিবসটি পালনে সকালে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় নারী পুরুষের সমতায় উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুহঃ রাশেদুল হক প্রধান, মহিলা ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার রাবেয়া চৌঃ মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত ও সাংবাদিক আবেদ আলী প্রমুখ। অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজের আয়োজনে দিবসটি যথাযথ ভাবে পালন উপলক্ষে র‌্যালি  শেষে আলোচনা সভা করেছে ব্র্যাক। এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হামিদুল হক, এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠকর্মী আফরোজা খাতুন, ইউপি সদস্য ও পল্লী সমাজের সদস্য বৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5722324177145605565

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item