সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচন ২২ মার্চ: চলছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাপ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::

আসন্ন ২২ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে গতকাল রবিবার নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করায় মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ সমর্থিত দলের উচ্চ পর্যায়ে দৌড়-ঝাপ শুরু করেছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৌড়-ঝাপ শুরু করেছেন যারা, তারা হলেন- সৈয়দা মাসুদা খাজা, আফরোজা বারী বুলবুল, সৈয়দা খুরশিদ জাহান হক স্মৃতি, গোলাম মোস্তফা আহম্মেদ, জিল্লুর রহমান, রেজাউল আলম রেজা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, সাবেক এমপি অবসর প্রাপ্ত কর্ণেল ডা: আব্দুল কাদের খান, এ্যাডভোকেট মোহাম্মদ আলী  প্রামানিক। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে আসনটি শুণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবলায়।

পুরোনো সংবাদ

নির্বাচন 5419440286077763066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item