ফুলবাড়ীতে পাঠ্যপুস্তক বিতরন ও অভিভাবক সমাবেশ

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি 

    দিনাজপুরের ফুলবাড়ীতে পাঠ্যপুস্তর বিতর উপলক্ষে অভিভাবক সমাবেশ। গতকাল রোববার ইংরাজি বছরের প্রথম দিনে, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরন উপলক্ষে, উপজেলার জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় ও সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে অভিভাবক সমাবেশ  ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
    সকাল ১১ টায় ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পাঠ্য পুস্তক বিতরন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভুইঁয়া, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, ফুলবাড়ী  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোঃ শাহানাজ পারভিন ডলি প্রমুখ।
    অপরদিকে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল এর সভাপতিত্বে অনান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ। ব্ক্তব্য রাখেন সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার চক্রবতি, সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দুলাল প্রমুখ। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে ২০১৭ শিক্ষা বর্ষের পাঠ্য পুস্তক বিতরন করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2683203906728151691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item