দেশে আর কোন খাদ্যের অভাব হবে না .....বারি’র ডিজি-ড. রফিকুল ইসলাম

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশে আর কোন খাদ্যের অভাব হবে না। কারন এক জমিতে বছরে চার বার ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। প্রযুক্তিটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট গবেষণার ফসল। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং নতুন নতুন গবেষণা করে আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্নতা ধরে রাখা সম্ভব। কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহা-পরিচালক ড. রফিকুল ইসলাম খাজা পীরগঞ্জের খালাশপীর বন্দরে শহীদ ডাঃ আকবর আলী ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিপুটি ডিরেক্টর ডাঃ আব্দুর রশীদ অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন। গতকাল শনিবার দুপুরে বাঁশপুকুরিয়া জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন‘ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রংপুর জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের উপদেষ্টা মোদাব্বেরুল ইসলাম সাজু, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, মদনখালি ইউপি চেয়ারম্যান সামছুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার জাহান, শহীদ ডাঃ আকবর আলী ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী  রাইসুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য লুৎফর রহমান মন্ডল প্রমূখ। উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৫ জুন খালাশপীর বন্দর থেকে ডাক্তার আকবার আলীকে পাকহানাদার বাহিনীর দোসররা তুলে নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করে। আকবার আলীকে আজও পাওয়া যায়নি। তার নাতী রাইসুল ইসলাম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষে আধুনিক মানের এ ডায়াগনষ্টিক সেন্টারটি প্রতিষ্ঠা করেন। পরে প্রধান অথিতি বাঁশপুকুরিয়া শহীদ ডাক্তার আববর আলী কৃষি প্রযুক্তি ইনষ্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজ মাঠে নারকেল চারা রোপন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4823877853225413460

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item