পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে জলঢাকায় প্যান্ডেল দিয়ে জেএসসি পরীক্ষা

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

দূর থেকে দেখলে মনে হতে পারে বিয়ে বাড়ীর কোন অনুষ্ঠান বা সভা-সমাবেশের চিত্র। কিন্তু বাস্তবে তা নয়। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় অস্থায়ী প্যান্ডেল তৈরী করে জেএসসি পরীক্ষা নিচ্ছেন জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। আর এতে করে দুর্ভোগ পোহাচ্ছে প্যান্ডেলের ভিতরে প্রায় সাড়ে ৪ শত জেএসসি পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে অতিরিক্ত রোদে অসুস্থ হয়ে পড়ছে পরীক্ষার্থীসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর জলঢাকায় ৫টি কেন্দ্রের মধ্যে একটিতে জেডিসি এবং অপর ৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় প্রায় ৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলোর মধ্যে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১ হাজার ৬ শত ৬১ জন পরীক্ষার্থী। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় ৭টি বড় প্যান্ডেল তৈরী করে সাড়ে ৪শত পরীক্ষার্থীকে জায়গা করে দেওয়া হয়েছে ওই কেন্দ্রে।



সোমবার ইসলাম ও হিন্দুধর্ম বিষয় পরীক্ষা চলাকালে দেখা যায় প্যান্ডেলের ভিতরে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ফরিদা বেগম প্রচন্ড রোদে অসুস্থ হয়ে পড়লে তড়িঘরি করে বাকী পরীক্ষকরা তাকে বিশ্রামে নিয়ে আসেন। তিনি (ফরিদা) জানান, প্যান্ডেলের ভিতরে প্রচন্ড রোদ হওয়ায় অস্বস্থি বোধ করি। একই কথা জানিয়েছেন, বালাগ্রাম বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধনেশ্বর রায়। পরীক্ষা শেষে পরীক্ষার্থী সাখাওয়াত হোসেন, সামিউল সম্রাট জানায়, ভোরের কুয়াশায় ব্রেঞ্চ ভিজে যাওয়ায় আমাদের খাতা ভিজে যায় এবং দুপুরের রোদে প্রচন্ড গরম অনুভব হয়। হাফিজা, জান্নাতি, মাহামুদা নামের অপর পরীক্ষার্থীরা জানায়, দুপুরের গরমে ঘাম ঝড়ে গা ভিজে লিখতে সমস্যা হয়। তারা আরও জানায়, আমাদের অনেক সহপাঠী এরই মধ্যে অসুস্থ হয়েছিল। কেন্দ্র সচিব ও জলঢাকা পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম ওয়ারেছ আলী জানান, পর্যাপ্ত পরিমাণে শ্রেণিকক্ষ না থাকায় মাঠের মধ্যে অস্থায়ী ভাবে ৭টি প্যান্ডেল তৈরী করে পরীক্ষা নিতে হচ্ছে। তিনি আরও জানান, স্থানীয় এমপি ও দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিজেই কেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং শ্রেণিকক্ষ বর্ধিতকরণের আশ্বাস দিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উদ-জামান সরকার বলেন, শ্রেণিকক্ষের চেয়ে পরীক্ষার্থী বেশি হওয়ায় এ সমস্যা সম্মুখীন হয়েছে। তবে পরীক্ষা কমপ্লেক্স নির্মাণ হলে আর এ দুর্ভোগ পরীক্ষার্থীদের পোহাতে হবে না। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 64147216995313169

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item